লেখক সম্পর্কে
বিভিন্ন পাবলিক ফোরামে বেশ কিছু লেখায় বিজ্ঞ পাঠকের গুরুত্বপূর্ণ মতামত পেয়েছি। ডয়চে ভেলে ২০১৫ সালে এই সাইটটিকে মনোনয়ন দিয়েছিল। পাঠকের ভোটে পুরস্কার পর্যন্ত যেতে না পারলেও সেটি ছিল বিরাট এক প্রেরণা। পাবলিক ব্লগে পাঠকের প্রশংসাও বিশাল প্রেরণা হিসেবে কাজ করছে।
একজন পাঠক-লেখক হিসেবে লেখার প্রেরণা ছিলো অনেক আগে থেকেই।প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনেও কিছু লেখলেখি করতাম। তারপর ইচ্ছায় অনিচ্ছায় অনেক পড়ার সুযোগ হয়েছে। বিভিন্ন উৎস থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার একটি রেকর্ডবুক হিসেবে এই ব্লগকে ব্যবহার করতে চাই। সব লেখাকে এক এক করে এখানে যুক্ত করছি। পাবলিক ব্লগের লিংক দিয়ে পাঠকের প্রতিক্রিয়াগুলোকেও লেখে রাখছি।
.
▶যেসব বিষয় নিয়ে নিয়মিত লেখছি
লেখালেখির সূত্র: লেখালেখির শুরুতে ‘লেখা এবং লেখার প্রেরণা’ নিয়ে বেশি লেখেছি। ‘লেখালেখির সূত্র’ মেনুতে এসব লেখা পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে রাইটার্স ব্লক বা লেখকের প্রতিবন্ধকতা কীভাবে জয় করা যায়, সেসব বিষয়ে প্রচুর অনুসন্ধান করেছি। এবিষয়ে সুনির্দিষ্ট দুটি লেখা আছে।
জীবন দর্শন: একটি প্রিয় বিনোদন হলো, জীবনের উদ্দেশ্য এবং জীবনকে কীভাবে সার্থক করে তোলা যায় সেবিষয়ে অনুসন্ধান। জীবন দর্শন, কর্মজীবন এবং ভ্রমণ নিয়ে বেশ কিছু লেখা আছে। জীবন দর্শন নিয়ে লেখার উদ্দেশ্য হলো, জীবনের মানে খুঁজার চেষ্টা। এ চেষ্টা অব্যাহত থাকবে। এবিষয়ে লেখাও থামবে না। দালাই লামার জীবন দর্শন নিয়ে কেটেছিল বেশ কয়েক মাস। তার ‘সুখতত্ত্ব’ নিয়ে একটি বিশেষ প্রবন্ধ আছে, যেটি লেখকের নিজেরই জন্য।
বাংলায় ব্লগিং: ব্লগিং বা ইন্টারনেট জগতে আত্মপ্রকাশ করার সুযোগে বিশ্বজুড়ে একটি বিপ্লব ঘটে গেছে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। দেশের জন্য এবং স্বদেশের উন্নতির জন্য উদ্দেশ্যভিত্তিক ব্লগিংকে উৎসাহিত করার লক্ষ্যে বেশকিছু লেখা প্রকাশ পেয়েছে পাবলিক ব্লগে। সেগুলো ‘বাংলায় ব্লগিং’ মেনুতে যুক্ত করা হয়েছে।
শিক্ষা: আরেকটি বিশেষ আগ্রহের বিষয়। একটি বিস্তৃত সময় ধরে তৃণমূল পর্যায়ের শিক্ষার সাথে যুক্ত থাকার বদৌলতে দেশের শিক্ষা ও এর সামাজিক প্রভাব সম্পর্কে কিছু মিশ্র ধারণা সৃষ্টি হয়। তাই শিক্ষা নিয়ে শুরু থেকেই কিছু লেখা আছে, যা ‘শিক্ষা’ বিষয়ক মেনুতে যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক লেখাটি হলো, কীভাবে আমাদের শিক্ষকেরা শিশুদের সহজাত সৃজনশীলতাকে নষ্ট করছেন, সে বিষয়ে।
এছাড়াও লেখার চেষ্টা করেছি, প্রিয় সমাজ এবং প্রিয় স্বদেশ ও এর বিশিষ্টজনদের নিয়ে।
.
▶লেখালেখি নিয়ে কি অন্যদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
যেহেতু লেখালেখি একটি ব্যক্তিগত সখের বিষয়, তাই অবশ্যই কাজ করার ইচ্ছে আছে। তবে অবসরে এবং প্রাতিষ্ঠানিক কাজের ফাঁকে। এবিষয়ে আগ্রহীদেরকে লেখকের ব্যক্তিগত ইমেলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
.
.
মাঈনউদ্দিন মইনুল
ইমেল: mmmainul@gmail.com
ঢাকা, বাংলাদেশ।
i like to work with you , can you please give you cell number or call me : 01711544483
Rumy
LikeLike
Pls send email to my address. Thanks for your message 🙂
LikeLike
এগিয়ে যান সাথে আছি
LikeLike
ধন্যবাদ… 🙂
LikeLike