Tagged: গণজাগরণ মঞ্চ

অভিনন্দন জানাবার মতো মানসিক স্বস্তি পাচ্ছি না আজ। বন্ধুগণ ক্ষমা করো!

Capture28

অভিনন্দন জানাবার মতো মানসিক স্বস্তি পাচ্ছি না আজ। যখন পৃথিবীর শ্রেষ্ঠ সনদটি তিনি পেয়েছিলেন, তখন সমগ্র জাতির সাথে খুশিতে আত্মহারা হয়েছি। এরপর অনেক পুরস্কার অনেক সনদ। যখন তিনি এনজিও পরিচালনার কায়দায় রাজনীতির মাঠ গরম করতে চাইলেন, তখনও ভেবেছি তিনি সফল হবেন। এবং স্বাগত জানিয়েছি। নোংরা রাজনীতির শিকার হয়ে যখন নিজের গড়া প্রতিষ্ঠানকে বিতাড়িত হলেন, তখন সরকারের কঠোর সমালোচনা করেছি। তার প্রতিটি কথায় শক্তি পেয়েছি – উদ্ধৃতি করেছি বিভিন্ন জায়গায়। তার কোন কিছুতেই নেতিবাচক কিছু দেখি নি। কিন্তু গণজাগরণ ও তরুন বিপ্লব, অতঃপর বাঙালির অস্তিত্ব নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। প্রবল ভূমিকম্পে যেমন ভূগর্ভস্থ প্রাণীসকল বের হয়ে যায়, তেমনি দেশের শত্রু-মিত্র-দালাল-মোসাহেব বের হয়ে গেলো নিমিষে! সমীকরণ বদলে গেলো! এবার যখন একই ব্যক্তির নামে আরেকটি সেরা পুরস্কারের খবর ভেসে বেড়াচ্ছে আকাশে-বাতাসে, ঠিক উচ্ছ্বসিত হবার মতো জোর পাচ্ছি না মনে। বোধ হয়, স্বদেশ প্রেমে ঘাটতি আছে আমার। বন্ধুগণ, ক্ষমা করো!

 

২০ এপ্রিল ২০১৩ তারিখে প্রিয় ডট কমে প্রকাশিত:

 

গণজাগরণের সহজিয়া

1111111

নষ্ট রাজনীতিতে মেতে থাকুক ভ্রষ্টরা
প্রজন্ম জেগেছে বিজয় আনার জন্য।
জয় বাংলা জন্মান্তরে এসেছে বাঙালির
চূড়ান্ত জয়ের জন্য।

তারা কি জানে যে,
মঞ্চ ভাঙলেও চেতনাকে ভাঙা যায় না,
ভাঙতে পারে না?
গণজাগরণ মঞ্চের সফলতা অর্জিত হয়েছে কত আগেই!
সারা বাংলাদেশে যা ছড়িয়ে পড়েছে
সেটা শাহবাগে আর না থাকলেই কী?
নতুন ফল জন্মনোর পর
বীজের আর কী প্রয়োজন!

 

[ শব্দনীড় ব্লগ – এ পাঠকের মন্তব্য ]