সকল জল্পনা-কল্পনাকে সাঙ্গ করে দিয়ে ২০১৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি ঔপনাসিক এবং নিভৃতচারি লেখক প্যাট্রিক মোদিয়ানো (Patrick Modiano)। নিভৃতচারি এজন্য যে, বহির্বিশ্বে তার খুব একটা পরিচিতি নেই এবং প্যারিসের গণমাধ্যম-বিমুখ এবং লাজুক স্বভাবের এই লেখক যে নোবেল পুরস্কার পাবেন, তা অনেকেই প্রিডিক্ট করতে পারে নি।নিজেও বিস্মিত হয়েছেন। ‘এটি ছিল আমার প্রত্যাশার বাইরে। আই এম টাচড’ তার প্রথম অফিশাল প্রতিক্রিয়া (ভিডিও)। নিজ দেশ ফ্রান্সে তার পরিচিতি আছে শিশু-কিশোরদের লেখক এবং চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট রাইটার হিসেবে। তিনি একজন ইতিহাস বিষয়ক ঔপন্যাসিক। ‘মিসিং পারসন’ তার বিখ্যাত উপন্যাস, যার জন্য তিনি সর্বোচ্চ ফরাসি পুরস্কার লাভ করেন। কিন্তু নোবেল পুরস্কার শুধু একটি লেখার জন্য নয়, জীবদ্দশায় প্রকাশিত সকল সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়। ৬৯ বছর বয়সী মোদিয়ানো হলেন সারাবিশ্বে ১১১তম লেখক এবং ফ্রান্সের জন্য ১১শ সাহিত্যিক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন।
…”for the art of memory with which he has evoked the most ungraspable human destinies and uncovered the life-world of the occupation”. তিনি তার কারুকার্যময় স্মৃতিগ্রন্থনা দিয়ে মানবজাতির অজ্ঞাত অদৃষ্টকে নাগালে এনেছেন আর উন্মোচন করেছেন আগ্রাসনের বিশ্বে জীবনের স্বরূপ।
.
.
.
মিসিং পারসন (১৯৭৮) এবং অন্যান্য
‘মিসিং পারসন’ একটি গোয়েন্দার জীবন কাহিনি। তিনি তার অতীতের সবকিছু ভুলে যান। Amnesia আক্রান্ত এই গোয়েন্দা স্মৃতির অনুসন্ধান করে কিছুই পেলেন না। অবশেষে নিজ পরিচয় পাবার জন্য তিনি ইতিহাসের দ্বারস্থ হন এবং সমগ্র পৃথিবী ভ্রমণ করেন।
উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো: মেমোরি লেইন, আউট অভ দ্য ডার্ক, রিং রোডস, এবং দ্য হরাইজন।
.
.
.
প্যাট্রিক মোদিয়ানোর পরিচয়
মোদিয়ানো ১৯৪৫ সালের ৩০ জুলাই, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার দু’মাস পর পশ্চিম প্যারিসের এক উপশহরে জন্মগ্রহণ করেন। প্যারিস আগ্রাসনের সময় তার ইটালিয়ান-ইহুদি পিতার সাথে বেলজিয়ান অভিনেত্রী মায়ের বিয়ে হয়।
ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার পেয়েও মোদিয়ানো অত্যন্ত নিভৃত এবং আড়ম্বরহীন জীবন যাপন করেন এবং কদাচিৎ গণমাধ্যমের কাছে আসেন। তার খুব বেশি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যাবে না। এখন হয়তো কিছু তৈরি হতে পারে। কিন্তু প্যারিসে তার অনেক সুখ্যাতি এবং তার বইয়ের অনেক কাটতি হয়। তিনি ফ্রান্সের অতীত ও সমকালীন ঘটনার তথ্য সংগ্রাহক (Chronicler) হিসেবে বিবেচিত। তার গল্পগুলোর অধিকাংশই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্যারিসকে কেন্দ্র করে আবর্তিত। এপর্যন্ত ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ফরাসিরা অতীত বিলাসী এবং অতীতের গৌরবে তারা মগ্ন থাকতে পছন্দ করে। ফলে মোদিয়ানোর নোবেল পুরস্কার বিজয় ঘটনাক্রমে ফরাসি জনগণের আকাঙ্ক্ষার সাথে একাকার হয়ে গেলো।
.
.
.
.
২০১৪ নোবেল সাহিত্য পুরস্কার: কিছু প্রাসঙ্গিক তথ্য
নিউ ইয়র্ক টাইমসের ভাষ্যমতে, এবারের নোবেল সাহিত্য পুরস্কারের প্রার্থী নির্বাচনে সবচেয়ে বেশি স্বচ্ছতা রক্ষা করা হয়েছে। আঠারো জন কবি, ঔপন্যাসিক এবং সাহিত্যবিশারদ নিয়ে গঠিত হয়েছে সাহিত্যের জন্য নোবেল কমিটি। এবার তারা সর্বমোট ২৭১টি মনোনয়ন অর্থাৎ আবেদন পেছেন, যার মধ্যে ২১০টি মনোনয়নকে তারা বেছে তুলেন। এই ২১০ এর মধ্যে ৩৬ জন প্রথম বারের মতো মনোনয়ন পেয়েছেন। এ তালিকা থেকে ৫জন প্রার্থীর যাচাই-বাছাই নিয়ে তারা এবারের গ্রীষ্মকালটি অতিক্রম করেন।
অতীত পর্যালোচনা করলে দেখা যায় যে, সাহিত্যে নোবেল পুরস্কার মূলত গল্পকারদের হাতেই বেশি গিয়েছে। এযাবত ৭৬ গদ্য লেখক, ৩৩ কবি, ১৪ নাট্যলেখক, ৩ দার্শনিক ও প্রবন্ধকার এবং ২ জন ইতিহাসবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
এককভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১১ লাখ ডলার, যার সবটুকু মোদিয়ানা পাচ্ছেন। প্রার্থী বাছাইয়ে প্রত্যক্ষ এবং প্ররোক্ষ রাজনীতি থাকলেও (পুরস্কারের সাথে রাজনীতি ছিল, আছে এবং থাকবে!) নোবেল সাহিত্য পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এবং দামী পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। (১০ অক্টোবর ২০১৪)
.
.
.
*ছবি এএফপি’র। অন্যান্য সূত্র লিংকে দেওয়া হয়েছে।
.
.
.
.
.
.
.
—————–
২০১৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার নিয়ে অনুসন্ধান করে যা পেলাম, তার নির্যাসটুকু তুলে ধরা হলো। প্যাট্রিক মোদিয়ানো’র কোন লেখা হাতে পেলে তার ‘পাঠক প্রতিক্রিয়া’ জানাবার চেষ্টা করবো।
২০১৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার: প্যাট্রিক মোদিয়ানো’র পরিচয় ও মনোনয়ন,
ধন্যবাদ শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনাকে, মনজুর হোসেন
প্যাট্রিক মোদিয়ানো র জন্য আমাদের অভিনন্দন।
তাঁর লিখা পড়বার অপেক্ষা নিয়ে রইলাম। অাশা করবো সময় সুযোগ হলে তাঁর লিখা আমাদের জানাবেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, জনাব মুরুব্বী

তার লেখাগুলোর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে আরও ২০ বছর আগেই, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তা প্রসার পাবার জন্য এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এখন থেকে অপেক্ষা করবো, কতদিনে তার সৃষ্টিগুলো আমাদের নজরে আসবে।
প্যাট্রিক মোদিয়ানোর জন্য অভিনন্দন।
পোষ্টের জন্য সালাম ভাইয়া আপনাকে।
আপনিই তো বললেন, অনেক দিন আসি না।
আমিও দেখলাম, মন্তব্য দিলেও এবছর শব্দনীড়ে কোন পোস্ট দেওয়া হয় নি।
মুক্তিভাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
ফরাসি ঔপনাসিক এবং নিভৃতচারি লেখক
প্যাট্রিক মোদিয়ানো (Patrick Modiano) কে অভিনন্দন।
অনেক ধন্যবাদ আপনাকে, সৌমিত্র চক্রবর্তী…..
শুভেচ্ছা জানবেন
প্যাট্রিক মোদিয়ানো র জন্য আমাদের অভিনন্দন।
** পোস্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ।
মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
প্রিয় মইনুল ভাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ সুন্দর বিষয়ে আলোকপাত করার জন্য।
পরান ভাইকে অনেক ধন্যবাদ
বাংলাদেশিদের ভাগ্যে কি আর এমনটি জোটবে ?
প্যাট্রিক মোদিয়ানোকে অভিনন্দন। আর-
আপনাকে শুভেচ্ছা ।
বাংলাদেশির ভাগ্যে তো জুটেছিল…… আর যে কখনও জুটবে না, তা তো বল যায় না। বালুচর ভাইকে অনেক ধন্যবাদ
প্যাট্রিক মোদিয়ানোকে বাংলা সাহিত্যের একজন পাঠকের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ মাঈনুল ভাই।

ধন্যবাদ, মেজদা……….
নোবেল বিজয়ীকে অভিনন্দন
সেই সাথে আপনাকেও শেয়ার করবার জন্য।
ছন্দ হিন্দোল, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা……
প্যাট্রিক মোদিয়ানো কে অভিনন্দন
আপনাকে ধন্যবাদ!
সম্পাদনা [৫ মিনিট]