Category: কাব্যপ্রচেষ্টা
যোগালে হয় না কিছু কাজে না লাগালে
ইটখোলা-বাহিত আগর-সুভাষ
সম্মোহিতের মতো খুঁজি আমি দিনের তারাকে
বুঝি না রোজই কেন স্বপ্নভঙ্গ হয়
ভালো লাগায় হতাশা আর বিষাদকে মনে হয়
পরম আরাধ্য, চরম পুলকময়।
থাকো তুমি সাথে, প্রভাতে বা রাতে
তুমি আমার আর কিছু চাই না তাতে
তুমি আছো এ বিশ্বাসে শক্তি আসে নিঃশ্বাসে
সাগর সমুদ্র পর্বত প্রণালী মাড়িয়ে যাই হাত রেখে হাতে।
ভালো লাগে বৃষ্টি-বিধৌত শরতের বাতাস
কাশবনে-ঢাকা মেঘলা আকাশ
তোমার সামনে ইটখোলা-বাহিত বাতাসও
যেন ছড়ায় আগর-সুভাষ।
নিরাকার কারিগরের নিঃশব্দ ডাক
দিগন্তজুড়া মাঠ আর আদিম অরণ্য
শ্বেতচূড়ার পর্বত আর উপত্যকা অনন্য
পুষ্পময় তৃণভূমি তরঙ্গময় সমুদ্র
উড্ডয়নশীল ছাতক উল্লম্ব ঝরণাধারা –
স্তম্ভিত করে থামিয়ে দেয়
দৈনন্দিন জীবনের আবেশ থেকে
নামিয়ে দেয় এক
নিমগ্ন ধ্যানের গুপ্ত গুহায়।
সৃষ্টির বিস্ময় নিরাকার কারিগরের দিকে
দৃষ্টি নিয়ে যায়
প্রকৃতির মায়াবী মোহনীয়তায় প্রকৃত গন্তব্যের
ডাক পাওয়া যায়।
::কপটতায় মোড়ানো প্রেম::
দৃষ্টি পড়তেই কপট ঔদাসীন্যে
মুখ ঘুরিয়ে নিলে তুমি।
আবার মনোযোগ দিলাম কপট কাজে,
কপট ব্যস্ততায় মগ্ন হয়ে উপলব্ধি করলাম
তোমার দৃষ্টির আলো আমাকে
ধৌত করে যাচ্ছে।
আর আমি শুদ্ধ হচ্ছি।
ভাবছি কী দেখছো তুমি
যা খুঁজছো, তা কি তুমি দেখো আমাতে?
হঠাৎ তোমার কপট ডাকে সচকিত হলাম
“এই রিকশা” বলে তুমি কপট আগ্রহ দেখালে
চলে যাবার
যা কেবল আমি বুঝেছি।
ছাদে এসে কপট ব্যস্ততা দেখালে
ফুলগাছে পরিচর্যার
কপট ব্যস্ততায় কাপড় গোছাচ্ছো তুমি
আর বুঝতে চেষ্টা করছো
আমি এখনও আছি কি না।
হঠাৎ চাহনীতে এক মিলিসেকেন্ড
তুমি আমাকে দেখলে
আর আমি ধন্য হয়ে গেলাম!
কপট দৃষ্টিতে আবহাওয়া বুঝার জন্য
তোমার পেছনের আকাশে তাকাই-
নীলাকাশে অস্থির মেঘ:
মেঘগুলো একে অন্যের সাথে
ভাবের খেলা করছে, যেমন তুমি-আমি!
তুমিও মেঘ দেখছো, আমিও।
দু’জনের দৃষ্টি একই মেঘরাশিতে!
ভালোবাসা ছাড়া বাকি সবই কি তবে কপট?
মেনে নিলাম, তোমার জন্য।
কপট আমি কপট তোমাকে
অকপট ভালোবাসি।
তুমি কি তা বুঝো?
একটি কমিউনিটি ব্লগে একবার প্রকাশিত হয়েছে, যেখানে রয়েছে পাঠকের তাৎ্ক্ষণিক মতামত।