আওয়াজ দিয়ে যাই…
পৃথিবীর জন্ম আর সভ্যতার ইতিহাস হিসেব করলে নিজের অস্তিত্ব খুঁজে পাই না। কোটি মানুষের জন্ম হচ্ছে, সেই সাথে কোটি মানুষের মৃত্যুও হচ্ছে। জীবনের চেয়ে মৃত্যু সত্য। আমার জীবন ও কর্ম মহাকালের মাঝে একটি বিন্দুরও সৃষ্টি করতে পারে না। কত তুচ্ছ এই আমি! পাহাড়ের পাদদেশে বা সাগরের পারে গেলে দৈহিক ‘আমি’ কত ছোট তা আর অস্বীকার করার সুযোগ থাকে না। মৃত্যুর পর তিন দিন – তারপর সব শেষ। রাস্তা অতিক্রমকারী নিরীহ শেয়ালের ট্রাকচাপায় মৃত্যুর চেয়ে আরেকটু বেশি সময় হয়তো মানুষ আমাকে মনে করবে। তারপর সব শেষ! শেষ মানে শেষ। এটি ক্রিকেট খেলা নয় যে, আম্পায়ারকে প্রোটেস্ট করলে আরেকটি ‘লাইফ’ পাওয়া যাবে।
জীবিকার জন্য আর সন্তানের জন্য এখন প্রায় স্বার্থপরের মতোই ছুটে চলেছি জীবনের রোলার-কোস্টারে। কোটি জনতার মাঝে আমি নস্য। গুণী বিজ্ঞজনের কাছে ততোধিক তুচ্ছ। ব্লগিং-এর নামে শুধু আওয়াজ রেখে যাচ্ছি লিখিত আওয়াজ। কবিতা, প্রবন্ধ, গল্পে, ছড়ায আর মন্তব্যের মাঝে ফুটে ওঠে আমার আমি। ভুল হোক শুদ্ধ হোক, এটিই আমার সর্বশ্রেষ্ঠ সংস্করণ। বিনম্র কণ্ঠে মহাকালের সুহৃদ পাঠক সমীপে তারই আওয়াজ দিয়ে যাই…
——————————————
এই ব্লগে আপনাকে সাদর অভিবাদন জানাচ্ছি। জীবনের অভিজ্ঞতা সকলেরই এক হয় না, হবারও কথা নয়। কত বিচিত্র! কারও মতে জ্ঞান হলো জীবনের অভিজ্ঞতারই সমষ্টি। সকলের অভিজ্ঞতাগুলোই যদি একসাথে পাওয়া যেতো, তবে কেমন হতো! মাঝে মাঝে ভাবি। অন্যের অভিজ্ঞতার কিছু ছিটেফোটা পাওয়া যায় তাদের লেখায়। তেমনি আমার লেখায়ও পাবেন আমার দেখা জীবনের প্রতিচ্ছবি। হয়তো সঠিক, হয়তো সঠিক নয় – তবে এটিই সত্য।
এ ব্লগে আপনার পাঠ-অভিজ্ঞতা সুখদায়ক হোক। তবে, যেরকমই হোক, দু’লাইনের একটি মতামত রেখে যাবার অনুরোধ জানাই। শুভেচ্ছা।

————————————————————
কমিউনিটি ব্লগ সমূহে আমার উপস্থিতি:
* শব্দনীড়
———————————————————–
আরও কিছু প্রচেষ্টা:
Education & Society [English blog]
কমিউনিটি ব্লগ: অন্যের লেখায় ভুল ধরবো নাকি ধরবো না?
রক্তমাখা সোনার বাংলায় দূষণ-মিশ্রণের দায়
———————————————————-
মাঈনউদ্দিন মইনুল, ঢাকা

One comment