জনপ্রিয়রা প্রিয়তর হোক!
জনপ্রিয়রা প্রিয়তর হতে থাকুক
ভণ্ডরা ভণ্ডতর!
তেলবাজেরা তেল দিতে থাকুক
চাপাবাজেরা হোক আকাঙ্ক্ষিত।
সততা আর নৈতিকতার সাথে
জনপ্রিয়তার চিরবিরোধ
অটুট থাকুক।
মিথ্যুকেরা ছড়িয়ে দিক তাদের বিষক্রিয়া
নিন্দুকেরা করুক আরও কিছু নিন্দা;
সমাজের সকলে ঘিরে ধরুক
দৃশ্যমান কোন দরদীকে।
পৃথিবী ভরে যাক ভণ্ডামীতে।
তবু কিছু অপ্রিয় ব্যতিক্রম
আলোবর্তিকা হয়ে জ্বলুক।
.
.
.
স্পর্শনীয় অন্ধকার
অন্ধকারের তীব্রতাকে এখন স্পর্শ করা যায়!!
স্পর্শ করা যায় এমন অন্ধকারে
ঢেকে গেছে সার্বভৌমত্বের চৌহদ্দি।
গণতন্ত্রের জপমালা নাগপাশ
হয়ে লেগেছে দিনমুজুরের গলায়।
পুরোহিতের ফু থেকে
বের হয় চিরবহমান অন্ধকার।
চামড়ার মলাটবদ্ধ গ্রন্থের পাতায়
পুতিময় খসখসে অন্ধকার।
বিদ্যাপিঠের অন্ধকার-কালীন
বিশেষ ছুটি পেয়ে শিশু
বলে কী মজা!
ছিন্নমূল বালকেরা যানহীন রাজপথে
এগিয়ে ধরে অন্ধকারের ধ্বজা।
অন্ধকার যেন পৌরাণিক প্রাণীর
শিকারী লেজ;
শীতল আবেশে আটকে ধরেছে
সাংবাদিকের বাহু
ঝাপটে ধরেছে টেলিভিশনের পর্দা
লেপটে দিয়েছে ডিজিটাল সভ্যতা।
দাড়ুন লিখছেন মইনুল ভাই ।
LikeLike
হাহাহা… আকামের লেহা! আপনাদের সঙ্গে থাকার জন্য একটা কিছু করে যেতে হবে! 🙂
LikeLike
কি যে বলেন।
LikeLike
কথা সত্য। মানুষ বলে মিথ্যা, কিন্তু লেখে সত্য 😉
LikeLiked by 1 person