ব্লগের বিশালত্ব – ব্লগ ব্লগিং ও ব্লগার সম্পর্কে এক্সপার্টদের ৩৯ উক্তি
“আস্থা ও বিশ্বাসযোগ্যতা”
———————————————————
1) সামগ্রিকভাবে গণমাধ্যমে ব্লগিংএর প্রভাবটি খুবই ইতিবাচক এক শক্তি। -গ্যারেট গ্রাফ
2) একটি চমৎকার ব্লগের মালিক হওয়া নয়, এমন ব্লগ লেখুন যা পাঠকের জন্য পড়তে চমৎকার। -ব্রায়ান ক্লার্ক
3) ব্লগারের সর্বশেষ ভোক্তা হলো পাঠক, সার্চ এন্জিন নয়। -গুগল এসইও গাইড
4) ব্লগে ব্যবহার্য মুদ্রার নামটি হলো বিশ্বাসযোগ্যতা আর আস্থা। –জেসন ক্যালকানিস
5) ইন্টারনেটে কোন ইরেজার নেই। -লিজ স্ট্রস
6) একবার একটি হিট পাওযাকে সফল ব্লগিং বলে না – দীর্ঘ সময়ের জন্য অনুগত ফলোয়ার সৃষ্টি করা চাই। -ডেভিড অ্যাস্টন
7) ইন্টারনেটে প্রচুর তথ্য আছে যা বিনামূল্যে পাওয়া যায়; আপনাকে যা করতে হবে তা হলো, নিজের তথ্যসমূহকে ভিন্নতা দেওয়া। -ম্যাট উল্ফ
8) সফল ব্যক্তিরা স্প্যাম করেন না, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত লেখা/পোস্ট/ইমেল দেন না। -এডরিন স্মিথ
9) র্যাংকিংয়ে ওপরে ওঠার পেছনে অগণিত কারণ রয়েছে – তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভালো কনটেন্ট থাকা। -ডেভিড সিনিক
10) ব্লগার যখন পাঠকের মনোভাব আর দৃষ্টিভঙ্গিতে প্রভাব সৃষ্টি করে, তখন অবচেতনে তার লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। (ননএক্সপার্ট-এর উক্তি)
11) বাস্তবিক জীবনে সবাই যেখানে মেজাজ দমন নিয়ে চিন্তিত, সেখানে শুধু আঙ্গুল দমন করেই আপনি কিন্তু মহাত্মা ব্লগারে রূপান্তরিত হতে পারেন। (ননএক্সপার্ট-এর উক্তি)
12) মন্তব্য ছাড়া নিজের লেখাকে নিজেই আমি চিনতে পারি না। কম বা হালকা মন্তব্যের লেখাগুলোকে যেন অন্যের সন্তানের মতো অচেনা লাগে! (ননএক্সপার্ট-এর উক্তি)
13) সবচেয়ে বড় কৌশল হলো ভালো কিছু লেখা, নিশ্চিত হয়ে লেখা এবং সততাই সর্বোৎকৃষ্ট পন্থা কথাটিকে মনেপ্রাণে বিশ্বাস করা। অন্যভাবে বলা যায়, পাঠককে উচ্চতর স্থানে রাখা এবং তাকে হেয় জ্ঞান না করা। (ননএক্সপার্ট-এর উক্তি)
“অর্থ আয়/ ব্লগিং ক্যারিয়ার”
———————————————————
14) ‘পেশাদার ব্লগার’ কথাটি এখন আর পরস্পর-বিরোধী বিষয় (oxymoron) নয়। -লুক ল্যাংফোর্ড
15) ব্লগিং করে টাকা বানাতে হলে মাত্র দু’টি কাজ করতে হয়- প্রচুর হিটের ব্যবস্থা করা এবং তা থেকে নিজের আয়কে বাড়িযে তোলা। -জন চউ
16) ক্যারিয়ার হিসেবে ব্লগিং ভালো মাধ্যম। একটি উত্তমভাবে প্রস্তুত ব্লগ আপনাকে নিজ বিষয়ে অভিজ্ঞ করে তুলতে পারে। -পেনিলোপি ট্রাংক
17) শুধুমাত্র ইন্টারনেটেই একজন মানুষ একাকীত্ব এবং জনপ্রিয়তাকে একসাথে পায়। -এলিসন বারনেট
18) আমি আমাদেরকে সাংবাদিকেই মনে করি, আমাদের মাধ্যম হলো ব্লগ। -জশুয়া মিকা রিচিল
19) ব্লগিংকে পেশা হিসেবে নেবার সময় এসেছে। পশ্চিমে ব্লগিং করে জীবিকা অর্জন করছে এরকম ব্লগারের সংখ্যা গুণা যায় না। (ননএক্সপার্ট-এর উক্তি)
20) নিজের সাথে একটি গোপন চুক্তিতে আসুন। তা হলো, আপনি যে বিষয়ে লিখবেন, শপথ নিন যে তাতে ষোলআনা জেনে শুনেই লিখবেন। অথবা যা জানেন মানেন এবং বুঝেন সেগুলো দিয়েই লিখতে শুরু করবেন। (ননএক্সপার্ট-এর উক্তি)
“শ্রম, সময় ও আন্তরিকতা”
———————————————————
21) সামাজিক মাধ্যম একটি ধারণা নয়, এটি মানবিক। -গ্যারি ভেইনারচুক
22) ভেতরে আমরা যা দিচ্ছি সেটাই হলো ব্লগ, সংজ্ঞা নিয়ে ব্যস্ত থাকা হলো বোকামি। -মাইকেল কনিফ
23) যদি সব প্রশংসা গ্রহণ করতে পারেন, তবে সব সমালোচনাকেও মেনে নিতে হবে। -ক্রিস ব্রগান
24) আমার ব্লগিং জীবনটি মূলত লক্ষ্যহীন। আমি এর স্বভাবটি পছন্দ করি এবং উল্টোভাবে এটিই ভালো ফল দিচ্ছে। -সেত গোডিন
25) নিজের পোস্ট প্রকাশ করা এবং অন্যের পোস্টে মন্তব্য দেওয়া – মাত্র দু’টি কাজ করেই ইন্টারনেটের ভারচুয়াল সমাজে আমরা নিজেদের অস্তিত্বকে ধরে রেখেছি। (ননএক্সপার্ট-এর উক্তি)
“ব্লগিংয়ের প্রেরণা”
——————————————————–
26) একটি কোমল উপায়ে আপনি নাড়িয়ে দিতে পারেন দুনিয়া । -মহাত্মা গান্ধি (জানতাম না তিনিও যে ব্লগিং করতেন )
27) সবচেয়ে কার্যকর প্রেরণা পাওয়া যায় ব্লগ থেকে। ‘প্রাইসলেস প্রেরণা’ আসে সহব্লগারদের সাহচর্য্য থেকে। ব্লগ থেকে যে প্রেরণা পাওয়া যায়, রবীন্দ্র-নজরুল-শেইক্সপিয়র-ওয়র্ডসওয়র্থরাও তাতে হিংসা করতেন যদি বেঁচে থাকতেন। (ননএক্সপার্ট-এর উক্তি)
28) ব্লগিং করুন, নিজের চেতনা ও বিশ্বাসকে প্রকাশ ও পরীক্ষা করার জন্য। (ননএক্সপার্ট-এর উক্তি)
29) ব্লগিং করি জানাবার জন্য, যোগাযোগ সৃষ্টি করার জন্য, সৃষ্টি করার জন্য এবং প্রেরণার জন্য। (নাম পাওয়া যায় নি)
30) অনেকেই বলেন, লেখার মানটাই আসল। বানান ভুলটুল কোনো ব্যাপার না। আমিও মনে করি লেখার মানটাই আসল। এবং এও মনে করি, নির্ভুল বানান এবং নির্ভুল বাক্যবিন্যাস মানসম্মত লেখার একটি অন্যতম উপাদান । অলওয়েজ ড্রিম
“সামু’র ব্লগারদের ব্লগীয় উক্তি”
———————————————————
31) ব্লগিং নিয়ে যতটুকু জানি, তাতে আমি ভীষণ আশাবাদি। ব্লগ আমাদের আলোচনার জায়গা, শেখার জায়গা, তথ্য আদান প্রদানের জায়গা। প্রফেসর শঙ্কু
32) বাংলা ব্লগিংয়ের সাম্প্রতিক দুঃসময় নিয়ে আমি চিন্তিত নই। সময়টাকে আমি রুপান্তরকরণ হিসাবেই দেখছি। মামুন রশিদ
33) ব্লগের দরকার না ফুরিয়ে বলবো আগের থেকে অনেক বেড়েছে। বড় পোস্ট ফেইসবুকে মানুষ পড়তে চায়না দিতে চায়না। আর তথ্য দেবার জন্য ব্লগ এখনো সেরা মাধ্যম। ফেইসবুকে তথ্য খুঁজে পাওয়া খুবই ঝামেলার। ব্লগে লেখা পড়তে বেশ আনন্দ লাগে। রাজিব
34) আজ ব্লগ এবং ব্লগার এই শব্দ দু’টির বিশেষ মান তৈরী হয়েছে, একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। নানান সামাজিক মঙ্গলে, জাতিয় স্বার্থ রক্ষায়, সামাজিক অন্ধকার বিমোচনে ,মানবিকতায় বাংলা ব্লগাররা একত্রিত হয়ে এক অনন্য উদাহরণ তৈরী করেছেন যা বিশ্বের অন্যন্য ব্লগ পরিমন্ডলে দেখা যায়নি।সামু’র নোটিশ বোর্ড
“মন্তব্য নিয়ে ব্লগারদের মন্তব্য ”
———————————————————
35) যেসব ব্লগার অনবরত পোস্ট প্রজনন করেই চলে, আগের পোস্টের মন্তব্যের জবাব না দিয়েই আরেকটি পোস্ট করে – তাদের লেখায় মন্তব্য না দেওয়াই উচিত। এতে দুটো কাজ হতে পারে, তিনি মন্তব্যের জবাবের প্রতি যে দায়বদ্ধ তা বুঝতে পারবেন, ফ্লাডিংটাও কমার সুযোগ থাকে। স্বাধীকার
36) মনোযোগী পাঠকের মন্তব্য সৃজনশীল হতে বাধ্য, যদি সে অকপটে নিজেকে প্রকাশ করে, আর যদি সেইটা লেখার সময় ও ভাব তার থেকে থাকে! … ব্লগের অন্যতম প্রধান শক্তি হচ্ছে এখানে সরাসরি লেখক পাঠকের মিথস্ক্রিয়ার সুযোগ, আর তার প্রধান বাহন হচ্ছে মন্তব্য। ৎঁৎঁৎঁ
37) সত্যিকার অর্থেই শুধু পোস্ট নয়, মন্তব্য একজনের সম্পর্কে আমাদের অনেক ধারণা দেয়। তার ব্যক্তিত্ব, তার ইমেজ সব কিছুই। তাই মন্তব্য হেলাফেলায় করা উচিত নয়। মন্তব্য ছোট হতে পারে। তবুও তা সুন্দর হওয়া উচিত। সমালোচনা করলেও গঠনমূলক হওয়া উচিত। মোঃ সাইফুল ইসলাম সজীব
38) আমি যখন দেখব আনাড়ি ব্যক্তি নিয়মিত কিছু লিখছেন তখন সেখানে গিয়ে তাকে সত্যিকার ভালো মন্দ জানানোটা জরুরি। নতুন হিসেবে তার যদি শেখার মনোভাব থাকে তাহলে সেখানেও তাকে পরামর্শ দেয়া যায়। তবে অনেকেই পরামর্শ ভালো ভাবে নিতে চান না। তাদের ক্ষেত্রে পরামর্শ দেয়া এড়িয়ে যাওয়াই ভাল।কাল্পনিক ভালোবাসা
39) পাঠকের একটি চিন্তাশীল মন্তব্যকে আমি নিজের লেখার চেয়েও বেশি মূল্যায়ন করি। পাঠকের মন্তব্য দেখে আমি বারবার ফিরে যাই নিজের লেখায়। নিজেকে অন্যের চোখে দেখে ভীষণভাবে প্রভাবিত হই। একেকটি মন্তব্য যেন নিজেকে দেখার একেকটি আয়না। (ননএক্সপার্ট-এর উক্তি)
ব্লগ ও ব্লগিং বিষয়ে সামু’তে প্রকাশিত পূর্বের কয়েকটি পোস্ট:
ক. সংকলিত ব্লগ লেখার কৌশল
খ. ৩৯টি ব্লগিং অভিজ্ঞতা
গ. আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল
ঘ. লেখকের প্রতি পাঠকের আস্থা
ঙ. অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য
চ. ‘মন্তব্য’ নিয়ে সামু’র সহব্লগারদের মন্তব্য
ছ. ব্লগার হিসেবে মালালা ইউসুফজাই
জ. ভারচুয়াল পারসোনালিটি – একটি আলোচনা
ঝ. বাংলা ব্লগের সম্ভাবনা
ঞ. কেন ব্লগিং করবেন…
———————————————————
টীকা: ব্লগারদের মন্তব্যগুলো লেখকের পোস্টে সংশ্লিষ্ট ব্লগারদের মন্তব্য থেকে সংগৃহীত। বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগত অনুসন্ধান থেকে উক্তিগুলো সংগৃহীত। সকল ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত।
==========================================================================
লেখাটি সামহোয়্যারইন ব্লগ থেকে সরাসরি স্থানান্তরিত।
==========================================================================
চাঁদগাজী বলেছেন:ব্লগিং বাংগালীকে লিখতে ও বলতে সাহায্য করছে।
০

০
লেখক বলেছেন: প্রিয় ঢাকাবাসী, মন্তব্যের জন্য ধন্যবাদ। একটু ভুল বুঝি নি। আমি সারা বাংলাদেশের লোকদের সাথে কথা বলছি না, আমার ওডিয়েন্স কিন্তু ব্লগার এবং ফেইসবুকার। অতএব…তাছাড়া, আপনি তো ১৫/২০ বছর আগের পরিসংখ্যান নিয়ে কথা বলছেন। দেশের শিক্ষার হার এখন ৬০/৭০ পেরিয়ে ৮০ কাছাকাছি; দরিদ্রমুক্তির হারও প্রায় একই। দৈনিক পত্রিকা এখন ক্ষেতের আঁল পর্যন্ত যায় এবং ১/৩য়াংশের বেশি মানুষের হাতে আছে মোবাইল। তাদের অধিকাংশের হাতে এখন থ্রিজি। তারা ফেইসবুকের মধ্য দিয়ে ব্লগেও উঁকি দিতে শুরু করেছে। আমি কিন্তু গ্রামেরই ছেলে।
আন্তরিক মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ

ব্লগিং বিষয়ে সেদিন আমি গুগুলে অনেক কিছু তথ্য দেখলাম কিন্ত আপনার মত করে চমৎকার গুছিয়ে লেখার সাধ্য আমার নেই, তাই শুধু দেখে যাই

+
০
লেখক বলেছেন: জুনাপাকে অনেক ধন্যবাদ। আপনার উপস্থিতি সবসময় আনন্দদায়ক।গুগলে তো দুনিয়ার সকল জ্ঞানই পাওয়া যায়। এখন প্রকৃত জ্ঞান হলো, কোন্ জ্ঞান আপনি গ্রহণ করবেন সেটি বুঝতে পারা। হাহাহা!

০
লেখক বলেছেন: ‘আগুন পোস্ট’ ….হাহাহা!অনেক ধন্যবাদ, সুমাইয়া আলো…. ভালো থাকুন সবসময়!
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,ভেবে দেখার মতো বিষয় ।
ব্লগারদের উক্তিগুলোই আমাদের চোখ খুলে দেয়ার জন্যে যথেষ্ট ।
ধন্যবাদ লেখাটির জন্যে ।
০
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে জনাব আহমেদ জী এস…শুভেচ্ছা জানবেন
আমি তুমি আমরা বলেছেন: 17) শুধুমাত্র ইন্টারনেটেই একজন মানুষ একাকীত্ব এবং জনপ্রিয়তাকে একসাথে পায়। -এলিসন বারনেট23) যদি সব প্রশংসা গ্রহণ করতে পারেন, তবে সব সমালোচনাকেও মেনে নিতে হবে। -ক্রিস ব্রগান
এই মন্তব্য দুটো সবচেয়ে ভাল লেগেছে।
জানতে নন এক্সপার্ট মন্তব্য বলতে কি বুঝিয়েছেন?
পোস্টে প্রথম ভাল লাগা রইল
০
লেখক বলেছেন: ১৭ এবং ২৩! ওয়াও… আপনি আমার পছন্দের দু’টি উক্তি বেছে নিয়েছেন, আমি তুমি আমরা!নন-এক্সপার্টের মন্তব্য মানে হলো ‘যে মন্তব্যটি এক্সপার্টের নয়’
অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন……

০
লেখক বলেছেন: ব্লগিং সম্পর্কে ৩৯ উক্তি পড়ার জন্য এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রিয় ছড়াকার ভাই….( আগামি শুক্রবার সারাদিনের জন্য বইমেলায় যাচ্ছি। আশা করছি দেখা হবে? )
শায়মা বলেছেন: মাত্র ৩৯!!!!!!!!!!
০
লেখক বলেছেন: মাত্র ৩৯??? এইটুকু বের করতেই ‘নন-এক্সপার্টের’ সহায়তা নিতে হয়েছে। ইন্টারনেটের সবকিছু আমাদের জন্য প্রাসঙ্গিক ছিল না, শায়মা! বাঙালি ব্লগারদের উক্তিগুলো চেখে দেখবেন। ব্লগিং সম্পর্কে ভালো উক্তি বাঙালি ছাড়া আর কে দিতে পারে বলুন?!
ভালো থাকবেন…..

০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:শততম পোস্টের শুভেচ্ছা। অভিনন্দন গ্রহন করুন প্রিয় ব্লগার।
০

আপাতত অভিনন্দনেই সীমাবদ্ধ রাখলাম। মূল মন্তব্যটা রাতে করবো।

০

কলমের কালি শেষ বলেছেন: শততম পস্টে অভিনন্দন ।চমতকার শেয়ার । উক্তিগুলো যে কাউকেই সফল ব্লগিং করতে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে ।
শুভ কামনা ।
০

যা হোক অপ্রাসঙ্গিক কথাবার্তার জন্য দুঃখিত।উক্তিগুলো অসাধারণ। নিজেই অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।
০
লেখক বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র।আপনি অনুপ্রাণিত হয়েছেন জেনে আমি আনন্দিত

০
সুমন কর বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন।
সবগুলোই মনযোগ দিয়ে পড়লাম। ভাল লাগল।
৩, ৬, ৮, ১২, ১৭, ২০, ২৩, ২৪, ২৫, ২৯, ৩৪, ৩৯ চমৎকার।
শুভ রাত্রি।
০

০


০
লেখক বলেছেন: ওয়াও…. বিশাল বড় প্রশংসা। মন ছুঁয়ে গেলো ভাই রামন!আপনাকেও জানাই আন্তরিকত কৃতজ্ঞতা।
প্রবাসী পাঠক বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা প্রিয় মইনুল ভাই।পোস্ট প্রিয়তে।
০

নন-এক্সপার্টটা কেডায়? আমাগো ব্লগরত্ন মইনুল ভাইজান না?

আওয়াজ দিয়ে যাই-তে শেয়ার দিয়েছিলাম। মুছে দিয়েছেন মনে হয়। ক্যারে? সরমিন্দা হইছেন নাকি? এই জন্যই কিন্তু আমি ‘বিদ্রোহী বাঙালি’ শেয়ার দিয়েছিলাম। ইট্টু আক্কল আছে অহনো।

০
লেখক বলেছেন: হাহাহ!….. অনেক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় বিদ্রোহী বাঙালি। আপনারাই আমার ব্লগ লেখার প্রেরণা হয়ে আছেন। পথচলা এমনভাবেই অব্যাহত থাকবে।শুনুন, আপনি সম্পাদক হিসেবে পোস্ট দেন নি; এজন্য ‘আওয়াজ দিয়ে যাই’ সেটিকে পাশে রেখে দিয়েছে। আমি কিছু মুছি নি।
জাফরুল মবীন বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: নন-এক্সপার্টটা কেডায়? আমাগো ব্লগরত্ন মইনুল ভাইজান না? -আবার জিগায়!
মন্তব্য ছাড়া নিজের লেখাকে নিজেই আমি চিনতে পারি না। কম বা হালকা মন্তব্যের লেখাগুলোকে যেন অন্যের সন্তানের মতো অচেনা লাগে! (ননএক্সপার্ট-এর উক্তি) – হাঃ হাঃ হাঃ…বেশ ভাল বলেছেন মিঃ “ননএক্সপার্ট”
সবচেয়ে কার্যকর প্রেরণা পাওয়া যায় ব্লগ থেকে। ‘প্রাইসলেস প্রেরণা’ আসে সহব্লগারদের সাহচর্য্য থেকে। ব্লগ থেকে যে প্রেরণা পাওয়া যায়, রবীন্দ্র-নজরুল-শেইক্সপিয়র-ওয়র্ডসওয়র্থরাও তাতে হিংসা করতেন যদি বেঁচে থাকতেন।(ননএক্সপার্ট-এর উক্তি) -চমৎকার কথা বলেছেন!
০
লেখক বলেছেন: লেখার জন্য নিজ হাতে কার্ড বানানো এত বড় শুভেচ্ছা আমি এর আগে পাই নি। এ আমার জন্য বিরাট প্রাপ্তি। অনেক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় জাফরুল মবীন…সামহোয়্যারইন ব্লগে আপনার দৃপ্ত পদচারণায় সকলের মতো আমিও গর্বিত।…… শুভেচ্ছা থাকবে সবসময়!
আরজুপনি বলেছেন:আমি সাধারণত বর্ষপুর্তিতে যত বর্ষ হয় ততগুলি ইমো দেই…এবার শততম পোস্টে কী করবো ?
……………………………………………………………………………………..
অনেক অনেক অভিনন্দন রইল…ছাড়িয়ে যান হাজার পোস্টের সীমানা।
গতরাতে অফলাইনে পুরোটা মন্তব্য সহ দেখছিলাম আর আমিও ননএক্সপার্ট মন্তব্য কার হতে পারে ভাবছিলাম
০
লেখক বলেছেন: ইমো-যুক্ত শুভেচ্ছা পেয়ে আমি আনন্দিত। ইমোর সংখ্যা ঠিকই আছে আপনার মতো স্টার ব্লগারদের সঙ্গ পেলে হাজার পোস্টের সীমানা ছাড়াবার চেষ্টা থাকবে।
অনেক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় সহব্লগার আরজুপনি!

০

দীপান্বিতা বলেছেন: সবচেয়ে কার্যকর প্রেরণা পাওয়া যায় ব্লগ থেকেশততম পোস্টের জন্য অভিনন্দন
০
মহামহোপাধ্যায় বলেছেন: উপরে যতগুলো উক্তি আছে তার মাঝে আমি প্রথমে রাখব এইটাকেঃ “শুধুমাত্র ইন্টারনেটেই একজন মানুষ একাকীত্ব এবং জনপ্রিয়তাকে একসাথে পায়। -এলিসন বারনেট”বাকিগুলোও চমৎকার। আহেম আহেম নন এক্সপার্ট কিছু মন্তব্য বেশ পরিচিত মনে হলো
মহাত্মা গান্ধীর ব্লগ লিঙ্কটা আছে নাকি আপনার কাছে?? ইনবক্স কইরেন তো
শততম পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন প্রিয় মইনুল ভাই। ইয়ে মানে….. শততম পোস্ট আমাকে উৎসর্গ করায় যার পর নাই আনন্দিত এবং কিঞ্চিৎ লজ্জিত
১
লেখক বলেছেন: সকল সহব্লগারকেই উৎসর্গ করেছি। একমাত্র আপনার নিকট থেকেই প্রাপ্তিস্বীকার পেলাম। অনেক খুশি হলাম, প্রিয় মহামহোপাধ্যায় মহাত্মা গান্ধীর লিংকটি ধরুন ……..
শুভেচ্ছা
সুফিয়া বলেছেন: ব্লগিং সম্পর্কে অনেকের ভিন্নধর্মী মতামত জানা গেল আপনার পোস্ট থেকে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আর পোস্টে সেঞ্চুরি করার জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আপনার ব্লগিং ক্যারিয়ারের আরও অগ্রযাত্রা কামনা করছি।
০
ইছামতির তী্রে বলেছেন: শ্রদ্ধেয় ‘এক্সপার্টদের চেয়ে দেখি ‘নন-এক্সপার্ট’র’ মন্তব্যেই জটিল লাগছে! হাহাহাযাইহোক, অনেক অনেক অভিনন্দন আপনার শততম পোস্টের জন্য। অবশ্যই এটিও অসাধারণ একটি পোস্ট। আমি প্রথম থেকেই দেখে আসছি যে, আপনি সামু-র একজন নিবেদিত প্রাণ মানুষ। আপনাদের জন্যই আমরা এখানে আসি বা আছি।
আরো অনেক সুন্দর সুন্দর পোস্টের প্রত্যাশায়…।
০
//শ্রদ্ধেয় ‘এক্সপার্টদের চেয়ে দেখি ‘নন-এক্সপার্ট’র’ মন্তব্যেই জটিল লাগছে!//


-বিশাল বড় প্রাপ্তি।ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা মইনুল ভাই।অন্তর্জালের করণীয় সম্পর্কে সামান্য যা শেখার চেষ্টা করেছি, যাঁদের কাছে, তাঁদের মধ্যে আপনি অন্যতম একজন।
শততম পোস্টের শুভেচ্ছা থাকছে।
শুভকামনা থাকছে অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
11) বাস্তবিক জীবনে সবাই যেখানে মেজাজ দমন নিয়ে চিন্তিত, সেখানে শুধু আঙ্গুল দমন করেই আপনি কিন্তু মহাত্মা ব্লগারে রূপান্তরিত হতে পারেন। (ননএক্সপার্ট-এর উক্তি)
আঙ্গুল দমনের বিষয়টা নতুন ভাবে মাথায় ঢুকলো!!!
শুভকামনা পুনরায়।
০
লেখক বলেছেন: কবি দীপংকর চন্দ কেমন আছেন? আপনার আন্তরিক মন্তব্য সবসময় আমি উপভোগ করি।ননএক্সপার্টের উক্তিটিতে দৃষ্টি দেবার জন্য কৃতজ্ঞতা জানবেন….
অনেক শুভেচ্ছা!
আবু শাকিল বলেছেন: ১০০তম পোষ্টের জন্য অভিনন্দন মইনুল ভাই ।ভাল থাকবেন সব সময় ।
ব্লগ ব্লগিং ও ব্লগার সম্পর্কে এক্সপার্টদের দারুন দারুন কথা পড়লাম ।
ধন্যবাদ ।
০
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় আবু শাকিল ভাই!ভালো থাকুন আপনিও!

০

০
কামরুন নাহার বীথি বলেছেন: এক্সপার্ট-এর চেয়ে, নন-এক্সপার্টের উক্তিগুলো বড়বেশী আপন আপন মনে হলো !!!!আমাদের এই সাদামাটা ব্লগার (নন-এক্সপার্ট) ভাইটি চিরদিন এমনি করেই লিখতে থাকুন !!!
শততম পোষ্টে শত কোটি শুভেচ্ছা !!!
১
লেখক বলেছেন: //আমাদের এই সাদামাটা ব্লগার (নন-এক্সপার্ট) ভাইটি চিরদিন এমনি করেই লিখতে থাকুন!!! //হাহাহাহা!
কামরুন নাহার আপা, সামুতে আপনি আসায় ফুলের শুভেচ্ছা পেতে শুরু করলাম। সেই আন্তরিক সব কথাগুলোও পেতে শুরু করলাম।
অনেক কৃতজ্ঞতা!
০
লেখক বলেছেন: কবি নাসরিন চৌধুরীকে অনেক কৃতজ্ঞতা।ভালো থাকবেন…..
০
লেখক বলেছেন: প্রিয়তে যেতে পেরে অনেক খুশি হলাম…. কবি রোদেরা আপা!শুভেচ্ছা জানবেন….

ব্লগের দরকার না ফুরিয়ে বলবো আগের থেকে অনেক বেড়েছে। বড় পোস্ট ফেইসবুকে মানুষ পড়তে চায়না দিতে চায়না। আর তথ্য দেবার জন্য ব্লগ এখনো সেরা মাধ্যম। ফেইসবুকে তথ্য খুঁজে পাওয়া খুবই ঝামেলার। ব্লগে লেখা পড়তে বেশ আনন্দ লাগে।
০
লেখক বলেছেন: নিশ্চয়ই বেড়েছে ৫বছর আগে মাত্র দু’একটা ব্লগ ছিল। এখন অগণিত ব্লগসাইটের মাঝেও ব্লগারদের তেমন কমতি নেই।শুভেচ্ছা জানবেন, এনামুল রেজা!
হামিদ আহসান বলেছেন: ভাল লাগল ৷ ব্লগার হিসেবে নিজেদের একটা অবস্থান যেন খুঁজে পেলাম৷ ১২ অার ১৩ নং উক্তি দুটি বিশেষভাবে মনে ধরেছে৷ অার ৩২ নম্বর উক্তিটা তো অামার মনেরই কথা৷শুভেচ্ছা মইনুল ভাই …..
০

০
টুম্পা মনি বলেছেন: ভালো ব্লগ ভাবনা।
সাথে অভিনন্দন।
০

আরও হাজার হাজার পোষ্ট লিখুন আমাদের জন্য …
আমরা সমৃদ্ধ হই …
০
লেখক বলেছেন: “হাজার হাজার পোস্ট” … হাহাহা, ধন্যবাদ।শুভেচ্ছা জানবেন, মনিরা সুলতানা আপা!

অনেক দিন পরে জামাল হোসেন সেলিন ভাইকেও পেলাম!!!
০
লেখক বলেছেন: সবাই আপনার সুন্দর পোস্ট পেলে… এখানেও ভালো লাগবে।শুভেচ্ছা জানবেন, কামরুন নাহার আপা!
এহসান সাবির বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা।আমাদের সাথে থাকুন সব সময়।
শুভ কামনা রইল।
০


ব্লগের বিশালত্ব ত্ব প্রত্যয়টির সূত্র ধরে আমিও দারুণ আশাবাদী। তবে আঙ্গুল দমন করতে চাইলে স্বভাব ও উদ্দেশ্যও তো নিয়ন্ত্রণ করা চাই। পাঠককে হেয় করে লেখালেখি বেশিদূর এগিয়ে নেওয়া যায় না, ষোলআনা জানাশুনা পাঠক সতর্ক দৃষ্টি রাখছেন কিন্তু। প্রেরণার বিষয়ে দ্বিমত করছি না। আবার বলতেও হয় তৈলোসঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলা চাই। রবীন্দ্র-নজরুল-শেইক্সপিয়র-ওয়র্ডসওয়র্থরাও চলেছেন ….জনাব,
শুভ কামনায় কোনও কমতি রাখলাম না। ভালো থাকবেন।
০
লেখক বলেছেন: ক’টি লাইনে আমার পোস্টের মূলবক্তব্য বলে দেওয়া আপনার কাজ, প্রিয় অন্ধবিন্দু।তৈলোসঙ্গ…. চমৎকার শব্দ কয়েন করেছেন…হাহাহা!
জনাব, আপনি কোন কমনি রাখেন না কোন সময়। অনেক কৃতজ্ঞতা জানবেন… এবং ভালো থাকবেন আপনিও!
==========================================================================
সত্যিই চমৎকার একটি পোস্ট। এতগুলো ব্লগ এক্সপার্ট এর বাণী একসাথে করা বেশ কষ্টসাধ্য কাজ।
শুভেচ্ছা জানবেন প্রিয়।
LikeLike
প্রিয় ছড়াকার সুখেন্দু বিশ্বাসকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!
LikeLiked by 1 person