সংখ্যা লঘু সংখ্যা লঘু
শুনবো কত আর
সংখ্যা গুরু আছেন যারা
করছেন কিছু তার?
সংখ্যা লঘু সমাচার
ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলেরে ভালোবেসে
ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই
শান্তি আসে দেশে।
ধর্মের নামে বিভাজনে
স্বার্থ আছে যাদের
চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই তাদের।
শব্দনীড়ে পাঠক প্রতিক্রিয়া ================================
দারুন ছড়া কবি ভাই,,,,,,,,,,,,,,,,
সময়োপযোগী,,,,,,,,,,,,,,,,,,,,
হাহাহা! অনেক ধন্যবাদ প্রিয় কবি চারুমান্নান ভাই।
এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমার — এটি ড্রাফ্ট হিসেবে সংরক্ষণ করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম প্রকাশ হয়ে গেছে। আরও শিখতে হবে শব্দতরীর নিয়মকানুনগুলো।
তবু অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা!
দারুণ লিখেছেন দাদা!
অনেক ধন্যবাদ আপনাকে।
‘চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই তাদের।’
খুব ভালো লাগলো।
ভাই শাহেদ শফিককে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
“ধর্মের নামে বিভাজনে
স্বার্থ আছে যাদের
চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই তাদের।”
ভুলে যায় তারা ক্ষমতায় এসে
আমরা কেন চোখের জলে ভাসি,
ক্ষমতার মসনদে বসে
তারা হাসেন তৃপ্তির হাসি।
…………………………………
তাদের থামাতে যদি হই সোচ্চার
একটাই ট্যাগ আমরা রাজাকার।
“ভুলে যায় তারা ক্ষমতায় এসে
আমরা কেন চোখের জলে ভাসি,
ক্ষমতার মসনদে বসে
তারা হাসেন তৃপ্তির হাসি।”
শতভাগ একমত। এদের কাছে রাজনীতি প্রথমে, জনগণ দ্বিতীয়।
এ যে নতুন মইনুল ভাইকে চিনলাম।
ধর্মের নামে বিভাজনে
স্বার্থ আছে যাদের
চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই তাদের।
এই থামিয়ে দেয়ার থিউরিটাই একেক জনের কাছে একেক রকম। মাঠের খেলা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে।
“এই থামিয়ে দেয়ার থিউরিটাই একেক জনের কাছে একেক রকম। মাঠের খেলা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে।”
হাহাহা, কথা সইত্য। আমার মনে হয়, সকলেই থামিয়ে দিতে চায় না।
ছড়াটি ড্রাফট হিসেবে রেখেছি বলে বিশ্বাস করেছিলাম — পরে দেখি প্রকাশ হয়ে গেছে।
অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা, প্রিয় সাঈদ মোহাম্মদ ভাই!
পূর্ণ সহমত স্যার।
‘পূর্ণ সহমতের’ জন্য ধন্যবাদ প্রিয় মুরুব্বী।
শুভ কামনা রইলো আপনার জন্য!
–একমত আপনার কবিতার সাথে। ভালো লেগেছে।–
মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা।
শুভেচ্ছা!
‘ধর্মের নামে বিভাজনে
স্বার্থ আছে যাদের
চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই তাদের।’
এ সংগ্রাম চালিয়ে যেতে হবে।
“এ সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
দ্বিতীয় মন্তব্যটির জন্য আবারও ধন্যবাদ। এটি সময়ের দাবি।
শুভেচ্ছা রইলো!