টেক্সট মেসেজ সিনোপসিস
সাক্ষাৎ হলেই নীলা বলতো:
তোমাকে গতকাল অনেক মিস্ করেছি
ফোন দিয়েছিলাম, রিং হলো বারবার
কিন্তু তুমি ধরছো না, কেন ধরো নি?
তুমি কি আমাকে মিস্ করো নি? কেন ধরো নি?
তোমার সাথে আড়ি; কেন ধরো নি?
তুমি কি আমাকে মিস করো নি?
তোমাকে না পেয়ে টেক্সট করেছিলাম
বলেছিলাম, মিসিং ইউ…
অপেক্ষা করেছিলাম তোমার রিটার্ন টেক্সট-এর;
তুমি কি আমাকে মিস্ করো নি?
তারপর কেটে গেলো কিছু ঝঞ্ঝাটময় সময়
বিয়ে হলো আমাদের
গড়ে ওঠলো লাল-নীল সংসার।
নীলা হলো গৃহিনী, আমি হলাম চাকুরে।
তারপরও কিছুদিন চললো আমাদের
পরস্পরকে মিস্ করাকরি, টেক্সট করাকরি।
কাটিয়ে দিলাম আরও কিছু সংসার-বিক্ষুব্ধ সময়:
এবার শুধু আমারই
মিস্ করার পালা
এখন আমাকে মিস্ করে না নীলা
কল করে না, কলব্যাকও করে না।
কিন্তু টেক্সট করে,
আলু-পেঁয়াজ কিনে নেবার জন্য।
কবিতায় সংসার জীবনের বাস্তবতা সুন্দর ভাবে তুলে ধরেছেন। বেশ রোমান্টিক ভাবে শুরু, বাজারের ব্যাগে শেষ। আহারে চাকুরে আমরা !
শুভেচ্ছা রইলো প্রিয়।
LikeLike
কবিতা নয়… কবিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি
আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত সঙ্গ দেবার জন্য, সুখেন্দু বিশ্বাস দাদা!
LikeLike