প্রথম আলো ব্লগ আমায় ভালোবেসেছিলো (ব্লগটি বন্ধ হয়ে যাচ্ছে!)
প্রথম আলো ব্লগ আমায় ভালোবেসেছিলো (ফটো ব্লগ: বিদায়ী পোস্ট)
উৎসর্গ: প্রথম আলো ব্লগ এবং ব্লগার
একুশে টিভি যখন স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল উভয় সুযোগ নিয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়া জগতে চমৎকারিত্বের ক্রেইজ তৈরি করেছিল, তখন বিটিবি’র দুর্বলতাগুলো দর্শকের কাছে আরও স্পষ্ট হয়ে গেলো। তারপর দেশে অনেক টিভি আসতে থাকলো। একই সাথে বিটিভি’র বদনামও বাড়তে থাকলো। মজার ব্যাপারটি হচ্ছে, সেসব টিভি’র শিল্পী অথবা কলা-কুশলী, যারাই সুনামের সাথে দায়িত্ব পালন করছেন – দেখা যায় যে, তারা সকলেই ছিলেন বিটিভি’র প্রাক্তন কর্মী অথবা কর্মকর্তা। প্রথম আলো ব্লগের অনেক দুর্বলতার মধ্যেই উজ্জ্বলতম সবলতার দিকটি হলো এই যে, দেশে গজিয়ে ওঠা অধিকাংশ ব্লগের কর্তৃপক্ষ ছিলেন এই ব্লগেরই প্রদায়ক! ব্লগটি বন্ধ হবার পর হয়তো আরও কিছু ব্লগ জন্ম নেবার অপেক্ষায় আছে।
.
.
ব্লগ এবং ব্লগার নিয়ে অনেক লিখেছি। আজকের ফটো পোস্টটি কেবলই প্রথম আলো ব্লগ এবং এর ব্লগারকে নিয়ে। প্রথম আলো ব্লগ আমায় ভালোবেসেছিলো। তার অগণিত পাঠক-ব্লগার আমাকে কাছে টেনেছিলো। তাদের ভালোবাসায় আমি নিজেকে পেয়েছিলাম নতুন রূপে। পেয়েছিলাম আনন্দ ও বিনোদন। সর্বোপরি ব্যস্ত কর্মজীবনে কয়েক মুহূর্ত ফাঁকি দেবার সূত্র পেয়েছিলাম। একঘেয়ে নাগরিক জীবনে পেয়েছিলাম বৈচিত্র আর পাঠক-লেখক হবার আনন্দ। পেয়েছিলাম সৃষ্টির সুখ। প্রথম আলো ব্লগ যেন আমার কাছে একটি স্মৃতিময় অ্যালবাম।
১) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্লগ-কবি ফেরদৌসী বেগম শিল্পী, আমাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। নিজের হাতে কার্ড বানিয়ে।
.
২) ব্লগ-কবি ফেরদৌসী বেগম শিল্পী অনেকের মধ্যে আমাকেও স্মরণ করলেন তার সুন্দর এক ফটোব্লগে।
.
৩) প্রথম আলো ব্লগের অন্যতম গীতিকার মেজদা (কোহিনূর ভাই) তার অনবদ্য গানে আমাকে স্মরণ করে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করলেন।
.
৪) প্রথম আলো ব্লগ এক সময় স্টিকি পোস্ট এবং নির্বাচিত কলাম উভয় স্থানেই আমাকে রাখতে সাচ্ছন্দ বোধ করতো।
.
৫) ঘাস ফুল, আমার প্রিয় সহব্লগারদের একজন, যিনি একটা সময়ে আন্তরিক ইন্টারএকশন দিয়ে প্রথম আলো ব্লগের সকলকে রাখতেন তৎপর, আমার জন্ম দিনে একটি গান লিখে শুভেচ্ছা জানালেন।
.

৬) ঘাস ফুল আমার লেখার অন্তরাত্মাকে বুঝতে পেরেছিলেন। আমার ব্লগ বিষয়ক লেখাগুলোর প্রধান পাঠক ছিলেন ঘাস ফুল।
৭) কোন এক শুভ দিনে আনুষ্ঠানিকভাবে আমি ভালোবাসায় সিক্ত হই প্রথম আলো ব্লগের সুহৃদ সহব্লগারদের দ্বারা। ব্লগের অন্যতম প্রদায়ক কবি নীলসাধু’র বিখ্যাত হটসিটে আমাকে বসানো হয়।
.
৮) এবারের জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। শুভজন্মদিন নামক নিক থেকে একটি চমৎকার শুভেচ্ছাবার্তায় সকলের শুভ কামনায় আমার আয়ু যেন অযুত বছর বেড়ে গেলো।
.
.
যাদের ভালোবাসা পেয়েছি তাদেরকে স্মরণ করার জন্য এই ফটো পোস্ট। দেখুন, আপনাদের দেওয়া উপহার আমি কত যত্নে রেখেছি!
ফিরে পাবার জন্যই সুখ-স্মৃতিতে মোন্থন করা। যেন রোমন্থনেই ফিরে পাবার আনন্দ!
আমি মনে করি, প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ অনেক চিন্তা এবং গবেষণা করেই বিদায়ের বার্তা দিয়েছে। পর্যাপ্ত মূল্যায়ন করেই তারা আমাদেরকে বিদায় জানাতে চাচ্ছে। ধন্যবাদ দেই যে, এবার তারা আমাদের লেখাগুলো বাঁচাবার সুযোগ দিয়েছেন। গত দু’বছর থেকে তাদের বিদায়ের প্রস্তুতি দেখেছি। দেখেছেন সকল সচেতন ব্লগারও। এখন শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি।
চলেই যেহেতু যাবে, বিদায় যেহেতু সুনিশ্চিত – তবে আর আটকে রেখে বিদায়ের করুনতাকে মলিন করে কী লাভ! আর তো দেখা হবে না। তবে কেন আর বিবাদ!
তাই আজ কোন না পাবার কথা নয়। কোন অভিযোগ নয়। নয় কোন অপ্রাপ্তির বেদনা।
অনেক কথার মাঝে হয়তো ভালোমতো বলতে পারি নি যে, প্রথম আলো ব্লগ এতকিছুর মধ্যেও কতটুকু জায়গা দখল করে রেখেছিল। প্রথম আলো ব্লগের প্রতি আমার ঋণ আছে, যা স্বীকার না করলে অন্যায় হবে। এ ঋণ আত্মপ্রকাশের সুযোগ দানের ঋণ। এঋণ অগণিত সুহৃদ বন্ধু সহব্লগার প্রাপ্তির ঋণ।
প্রথম আলো ব্লগে এসে অনেক ভালো কিছু বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী পেয়েছি। কয়েকজনের নাম ওপরে উল্লেখ করেছি। তাদেরকে যেমন ভুলবো না, তেমনি প্রথম আলো ব্লগকেও ভুলতে পারবো না। এই ব্লগের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ।
একটি বিশেষ কৃতজ্ঞতা বিষয় আমার আছে। যোগ্যতার প্রশ্ন না করে উপহার দেন কেবল তারাই, যারা ভালোবাসতে পারেন নিঃস্বার্থভাবে। ‘ব্লগরত্ন’ বলে মন্তব্য করেছিলেন কবি আশরাফুল কবীর। সেটিকে গ্রহণ করে ঘাসফুল এবং জমির হায়দার বাবলাসহ সকল সুহৃদ ব্লগারআমাকে সম্মানীত করেছেন। আমি যার-পার-নাই কৃতজ্ঞ। এটি প্রথম আলো ব্লগ থেকে আমার জন্য সেরা উপহার।
হয়তো আরও ক’টা দিন কথা হবে। তবু এঅবস্থায় সকল সহব্লগারকে শুভেচ্ছা জানাতে চাই। ক্ষমা পেতে চাই জানা অজানা কোন ভুলের জন্য। নীতির সাথে আপস না করতে পেরে কারও মনে দুঃখ দিয়ে থাকতে পারি। আজকের দিনে সব ভুলে যাবার অনুরোধ জানাই। সামহোয়ারইন ব্লগে একই নামে আমার একটি ঠিকানা আছে। আশা করি নাম পরিবর্তন না করলে অন্য কোথাও দেখা হবে আমাদের। তবে প্রথম আলো ব্লগের মিষ্ট স্মৃতি ভোলার নয়, ভুলা যাবেও না।
জানি সবই ডিলিট হয়ে যাবে, তবু আরেকটি পোস্ট দিলাম। রাখার জন্য অনেক দিয়েছি, এবার একটি পোস্ট দিলাম ডিলিট করে দেবার জন্য। সবকিছু ডিলিট হয়ে যাবার পরও, পরস্পরকে নিয়ে আমাদের অনুভূতিগুলো যেন ডিলিট না হয়ে যায়! খুব করে চা এই বিদায় যেন ‘বিদায়’ না হয়…

আপু কোথায় গিয়ে সেটা থাকবে?


প্রথম আলো ব্লগ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মন্তব্য করা ও পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন

যতক্ষন পর্যন্ত ব্লগ কর্তৃপক্ষ তাদের
এই হীন সিদ্ধান্ত পরিবর্তন না করবে

যতক্ষন পর্যন্ত ব্লগ কর্তৃপক্ষ তাদের
এই হীন সিদ্ধান্ত পরিবর্তন না করবে

হঠাৎ আমার কান্না এলো
বুকের মাঝে
কাঁদতে নারি তবু আমি
শুধুই লাজে।
হঠাৎ আমার কান্না এলো
বর্ষাধারায়
একলা পথে চলতে হবে
বন্ধু ছাড়াই।।
কান্না কেন আসে বল
চুপি চুপি
কান্নারা কি এমনই হয়
বহু রূপি।
তবু আমি কাঁদব না আজ
ভালবাসায়
সব পেয়েছি বন্ধ ওগো
যতই হারাই।

ভেবে পাইনা কুল,
ব্লগ নাকি বন্ধ হচ্ছে-
শুনি নাই তো ভুল?
কেন হবে বন্ধ?
তার জানিনা কারণ,
এটা যেন বন্ধ না হয়-
করুন না বারন।
আমরা যারা বন্ধু আছি
করনীয় কী?
আমরা কি সব ঘুমাবো-
নাকে দিয়ে ঘি?——————————জাগো বাহে কোনঠে সবাই?

আমরা যাব কই
বন্ধ করার আগে একটু
করি না হইচই।
তাতে যদি এই ব্লগের
জীবনটা ভাই বাঁচে
আবার মোদের বন্ধুত্বভাব
থাকবে সবার কাছে।




আসার পর থেকেই অনেকের উৎসাহ পেয়েছি, গড়পরতা মন্তব্যের পাশে কিছু মন্তব্যের জন্য আমি অপেক্ষা করতাম, যেগুলো আমার কবিতা আর কবিমনের জন্য অনেক বেশিই প্রভাব ফেলেছে। প্রিয় মাইনুদ্দিন ভাই, আপনি নিঃসন্দেহে তাদের মধ্যে একজন, প্রিয় আশরাফুল কবির যথার্থই বলেছিলেন আপনি ব্লগরত্ন
অপু ভাই, আশরাফুল কবীর ভাই, শ্রদ্ধেয় ঘাসফুল, প্রিয় মানুষ বাবলা ভাই তাদের কথা আমকে বলতে হবে আলাদা করেই
অন্তরের নিখাদ ভালোবাসাটুকু যারা আমাকে দিয়েছেন তাদের নাম বলতে গেলে হয়তো বাদ যাবে না কেউই, এখানে বারবার ভালোবাসায় সিক্ত হয়েছি, একটা কবিতা লিখলে মনে হতো সবার আগে আলো ব্লগে দিতে হবে তারপর অন্য সব জায়গায়, অথচ আফসোস তাদের এহেন সিদ্ধান্তে
আমরা বলে কোন লাভ হবে না জানি, কারন এত এত ব্লগার যেখানে আন্তরিকভাবে এই ব্লগে এসেছে অন্য কোথাও যায় কি না আমি জানি না, তারপরও তারা চাইলেন না, দুঃখ করি না, শুধু কিছু ভালোলাগার স্মৃতি থাকবে এই ব্লগকে ঘিরে, প্রিয় মানুষকে নিয়ে

মুছে যাবার পোষ্টটি দিয়ে
বাড়িয়ে দিলেন জ্বালা
বন্ধ হচ্ছে প্রাণের ব্লগটি
আর হবেনা খোলা?
ভাবতে আমার কষ্ট হচ্ছে
বন্ধুরা হারিয়ে যাবে
বন্ধই যখন করবে তোমরা
খুলেছিলে কেন তবে?

প্রথম আলো ব্লগ আছে আমরা জানি।
ছন্দে লিখলাম তার অর্থ এই নয় যে মহা শোকে বা পাগল দশায় এমন কথা বলছি।
বাবা তো কত বার বলেছিলেন তোর লেখা পড়া বন্দ করে দিচ্ছি।
বাবা কী লেখা পড়ার খরচ শেষ পর্যন্ত পাতি ঠিক মত চালান নি !!
আশায় বসে আছি নদী কূলে একা
সকলের সাথে আবার হবে দেখা।
আবারও ছন্দে লিখলাম। ভালো থাকবেন মইনুল ভাই।

( কারিগরি ক্রুটির কারণে ভুল ভাল লেখা প্রকাশ পাচ্ছে )

আজকের নির্ধারিত আলোচনা কেমন হলো জানান প্লিজ।

কিছু কর্ম সূচি হাতে আছে নীল দা সব জানাবেন সবাইকে। ভালো থাকবেন আলভী ভাই।


প্রথম আলোকে যদি ম্যানেজ করা সম্ভব নাই হয় তাহলে বিকল্প হিসেবে পুরো এই সিষ্টেমটিকে সীফ্ট করে অন্য কোন নাম দিয়ে অপারেট করা যায় কি না সেটা ভেবে দেখতে অনুরোধ করছি।

আপনাদের কিভাবে ধরে রাখবো?
আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে যাবো নাতো?

প্রিয় ব্লগ বন্ধের এই খবরটি আমাদের জন্য কষ্টের এবং বেদনার। আমরা কেউই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। দেশের জনপ্রিয় এই ব্লগ বন্ধ হয়ে যাক তা আমরা কেউই চাইনা। তাই ব্লগ কর্তৃপক্ষের এ হেন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্লগ বন্ধের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানাচ্ছি। প্রথম আলো ব্লগ বন্ধ ঘোষণার প্রতিবাদে আমরা আজ সম্মিলিতভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি।
১। দৈনিক প্রথম আলোর সম্পাদক বরাবর লেখা একটি চিঠি আমরা আগামীকাল ব্লগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবো। যার ড্রাফট নিয়ে আলোচনা হয়েছে আজ। চিঠিতে আগামী শনিবার ৩০শে আগস্ট উনার (দৈনিক প্রথম আলোর সম্পাদক) সঙ্গে দেখা করার বিষয়ে অনুমতি চাওয়া হবে। সেই অনুযায়ী আগ্রহী ব্লগারদের সকলকে আগামী শনিবার ৩০শে আগস্ট প্রথম আলো কার্যালয়ের সামনে সমবেত হতে অনুরোধ করছি। সমবেত ব্লগারদের মাঝ থেকে একটি প্রতিনিধি দল দৈনিক প্রথম আলোর সম্পাদক এর সঙ্গে দেখা করে ব্লগারদের সার্বিক অবস্থা তুলে ধরবেন। একই সঙ্গে ব্লগ বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাবেন।
২। আগামী ৬ই সেপ্টেম্বর শনিবার প্রথম আলো কার্যালয়ের সামনে ব্লগারদের উপস্থিতিতে/সমন্বয়ে একটি মানব বন্ধনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগ্রহী ব্লগার-গন ব্যানার ফেস্টুন সহ ব্লগ বন্ধের প্রতিবাদ জানাবে। একই সাথে এই সিদ্ধান্ত প্রত্যাহারে জন্য অনুরোধ জানাবে।
৩। আমরা আশা করি প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং প্রাণের ব্লগ প্রথম আলো ব্লগকে সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪। আগামী ৬ তারিখের মানব বন্ধন হতে পরবর্তী করণীয়/কর্মসূচী (যদি প্রয়োজন হয়) ঘোষণা করা হবে।
এই হচ্ছে আজকের আপডেট। আসুন প্রাণের ব্লগ রক্ষায় একাত্ম হই সবাই।
প্রথম আলো ব্লগ আমাদের সবার ভালোবাসার ব্লগ।

সাথে আছি পাশে আছি, প্রথম আলো ব্লগের সাথেই আছি। আলো ব্লগের সকল ব্লগারের সাথে নিয়ে সাথেই আছি। আলো কখনও অন্ধকার আনে না, অন্ধকার আনবে না।

নীলসাধু ভাই
মেজদা
আলভী ভাই এবং
রব্বানী চৌধুরী ভাই
আলভী ভাই, ৩০ তারিখ সামনে রেকে ঢাকায় চলে আসেন

ডিলিট হবে না মইনুল ভাই, প্রয়োজনে লেখা হবে পাথর খুঁদে খুঁদে, গাছের গায়ে, রাস্তায়, দেওয়ালে তবুও কিছুই ডিলিট করতে দেওয়া হবে না।
লেখা ও লেখার কলম অনেক শক্তিশালী কথাটা মাঝে মাঝে আমরা ভুলে যাই শুধু !

ডিলিট হবে না মইনুল ভাই, প্রয়োজনে লেখা হবে পাথর খুঁদে খুঁদে, গাছের গায়ে, রাস্তায়, দেওয়ালে তবুও কিছুই ডিলিট করতে দেওয়া হবে না।
লেখা ও লেখার কলম অনেক শক্তিশালী কথাটা মাঝে মাঝে আমরা ভুলে যাই শুধু !

শুভেচ্ছা …………………..

যান, আজ বিদায় দিলাম।
আশা রাখি এই ব্লগেই পূনর্মিলন হবে আমাদের !!!!

আমি খুব মনপ্রাণ দিয়ে চাই ব্লগ অবশ্যই থাকবে আগের মত। এখন দেখা যাক আপনারা যারা ব্লগ কতৃপক্ষের সাথে ব্যক্তিগত ভাবে মত বিনিময় করতে পারেন তারা নিশ্চয় কথা বলে ওনাদের কমফোর্ট দিতে চেষ্টা করবেন। কেননা ওনারা ও দুশ্চিন্তায় আছেন সেটা আমি আন্দাজ করে নিচ্ছি। যেহেতু এই ব্লগ অন্য ব্লগ এর চেয়ে অনেক বেশি জনপ্রিয়। যে কোন একটা পোস্ট রিলিজ হওয়ার সাথে সাথে এর প্রদর্শনে বলে দেওয়া যায় এর ভিসিটর সংখ্যা অন্য ব্লগের চেয়ে অনেক অনেক বেশি।
সবশেষে মইনুল ভাই আপনার মত গুনী একজন ব্লগার এর আন্তরিক ভালবাসা পেয়েছি আমি এই ব্লগ এর মাধ্যমে। এই এত সবার ভালবাসা আরজু মুন জারিন হওয়ার পিছনে সব অবদান আমি প্রথম আলো ব্লগ কে দিতে চাই। আমি কৃতজ্ঞ এই ব্লগ এর প্রতি , সঞ্চালক ভাই দের প্রতি আমার সব বন্ধু ব্লগার ভাই বোন দের প্রতি । হাসিব ভাই আমার ফেস বুক ফ্রেন্ড। আমি জানি উনি ও অনেক গুনী ব্লগার এবং নিঃসন্দেহে অনেক ভাল মানুষ। হয়তবা যা হচ্ছে তা ওনাদের আয়ত্তের বাহিরে। তবু আমি আশা করছি কিছু একটা পজিটিভ হবে। তা দেখার অপেক্ষায়।
সবাইকে অনেক শুভেচ্ছা/ভালবাসা। সবাই ভাল থাকুন।

শ্রদ্ধা রইল বড় ভাইয়ের জন্য।

কতৃপক্ষের সাথে আলোচনায় বসলে প্রথম আলো ব্লগকে সচল রাখার একটা পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে।
শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

আমার ব্লগিং জীবন শুরু আলো ব্লগের মাধ্যমেই। তারপরও আপনাদের অনেকের তুলনায় আমি বেশ নতুন। যদিও দেখতে দেখতে প্রায় এক বছর আট মাস পার করে দিয়েছি। ব্লগিং কি এটা বুঝতে বুঝতেই প্রায় বছর হয়ে যায়। এখনো খুব একটা যে জানি, সেটা বলবো না। তবে যেটুকু জানি বা বুঝি তার সিংহ ভাগই আপনার ব্লগিং সংক্রান্ত পোস্টগুলো পড়ে জেনেছি, বুঝেছি এবং শিখেছি। তাই আপনার অজান্তেই আপনার কাছে ঋণী হয়ে আছি, যা শোধ করবার ফুরসৎ অন্তত ব্লগিং জীবনে আর হবে না। যেখানেই থাকুন, ভালো থাকুন সতত কামনা করি। অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইলো ভাইজান।






আবার আসিব ফিরে আ ধানসিড়িটির তীরে’
আবার বসবে মিলননমেলা, অবসরে, অবকাশে এমনকি ব্যস্ততার ফাঁকটিও খুঁজে খুঁজে। শুভেচ্ছা মইনূল ভাই।ভাল থাকবেন।

তবে আসুন সবাই মিলে প্রাণের ব্লগকে রক্ষায় হাত বাড়াই।
ভাল থাকবেন, শুভকামনা রইল।

ধন্যবাদ, মইনুল ভাই।


আবার দেখা হবে নিশ্চয়ই।
ভালো থাকবেন সবসময়


হয়তো অন্য কোথায় হবে নিয়মিত দেখা।
শুভ ব্লগিং।

তার সক্রিয় উদাহরণ এই ব্লগ বন্ধের একটা কারণ! সক্রিয় মননশীল চর্চাকে পুঁজির আঁধার সব সময় ঢেকে রাখতে চায়।
পুঁজির আরেকটা ভয়াবহ দিক হল শ্রেণী বৈষম্যের প্রাচীর গড়ে তোলা। যেমন এক শ্রেনীর মননশীলরা চায় তারই যুগ যুগ ধরে বাঁচুক! নতুনদের জন্য জায়গায় ছাড়তে চায় না। তার মানে হল তারাই বৈষম্যের ধারক! তার সাথে জুড়িয়ে যায় পুঁজির কোলাহল।
আমার চারু মান্নান হয়ে উঠার গল্প এই প্রথম আলো ব্লগের জন্মলগ্ন থেকেই জড়িয়ে আছে। তাই তো এর ডুবে যাওয়াতে আমরা হয়তো সাঁতরে উঠব তীরে তয়,,,,,,জন্মের মলিনতা কে ভুলতে বড়ই কষ্ট! যা মৃত্যুবধি বয়ে বেড়াতে হবে!!!

হুমমম জানি, সেই ‘বিদায়’ শব্দটি সবার জীবনেই একবার হলেও আসবে, তাই বলে এই প্রথম আলোর মত এমন জনপ্রিয় ব্লগেও যে আসবে তা সত্যিই কল্পনাতীত, এমনকি সেটা শুনার জন্যও প্রস্তুত ছিলাম না কখনো। বরং প্রথম যেদিন এসেছিলাম এখানে সেইদিন বুকে বড় আশা বেঁধে নিয়ে এসেছিলাম, মনের সকল ভাবনাগুলো জীবন্ত হয়ে থাকবে এখানে এবং পরস্পরকে নিয়ে আমাদের সকল অনুভূতিগুলো আর নিখাদ ভালোবাসাগুলো শক্ত করে বেঁধে রাখব এখানে অনন্তর। কিন্তু বিধি যে এমন হবে বাম, সে কি আমরা জানতাম?!!!
বড় ইচ্ছা ছিল আমার, প্রিয়দের জন্মদিনটাতে প্রানঢালা শুভেচ্ছা জানাবার, তা আর পারলাম কই?!!! তাই ভাবতেই আমার খুব খুব কষ্ট হচ্ছে, তারউপর প্রিয় ব্লগটাকে হারাবার কষ্ট এবং সম্মানিত গুণীজনদের মূল্যবান মন্তব্যগুলো হারাবার কষ্ট। জানি, এই মুহূর্তে এমনি কষ্ট সবাই পাচ্ছেন। আর এই এত এত কষ্টের মাঝে আপনার এই পোষ্টটি পড়ে মনটা আমার সত্যিই আরো ভারাক্রান্ত হয়ে গেল ভাই। এই আলো ব্লগে এসে আপনাদের মত এত এত আলোকিত ও গুণীজনদের সংস্পর্শ পেয়েছি, এই অধমের জন্য, সে আমার পরম পাওয়া। আর তাইতো হারাতে চাই না সেই সব, হারাতে চাই না নিখাদ ভালবাসার আত্মিক সম্পর্কটুকু, এবং মানতেও চাই না প্রথম আলো ব্লগের কর্তৃপক্ষের ব্লগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। তাইতো মইনুল ভাই, আপনার মত করেই বলছি, ‘খুব করে আমিও চাই এই বিদায় যেন ‘বিদায়’ না হয়’।
জানি, নীল’দা আমাদের সবার পক্ষ থেকে এটার প্রতিরোধ করার চেষ্টা করছেন, তাই যদিও একটু আশার আলো দেখছি, তারপরও আশঙ্কাটা কিন্তু রয়েই যায় ভাই। তাইতো কামনা করছি, প্রিয় ব্লগটাকে যেন আবারও আমরা আগের মত করেই ফিরে পাই। আর মইনুল ভাই, আপনার এই বদান্যতার জন্য রইলো শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।


ব্লগ না থাকলেও এই ব্লগে এসে যে আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে তা সব সময় থাকবে আশা করি।