ইটখোলা-বাহিত আগর-সুভাষ
সম্মোহিতের মতো খুঁজি আমি দিনের তারাকে
বুঝি না রোজই কেন স্বপ্নভঙ্গ হয়
ভালো লাগায় হতাশা আর বিষাদকে মনে হয়
পরম আরাধ্য, চরম পুলকময়।
থাকো তুমি সাথে, প্রভাতে বা রাতে
তুমি আমার আর কিছু চাই না তাতে
তুমি আছো এ বিশ্বাসে শক্তি আসে নিঃশ্বাসে
সাগর সমুদ্র পর্বত প্রণালী মাড়িয়ে যাই হাত রেখে হাতে।
ভালো লাগে বৃষ্টি-বিধৌত শরতের বাতাস
কাশবনে-ঢাকা মেঘলা আকাশ
তোমার সামনে ইটখোলা-বাহিত বাতাসও
যেন ছড়ায় আগর-সুভাষ।
আপনি কবিতা লেখেন জানতাম না তো! আজ নতুন বছরে জানলাম। ভালো লেগেছে আমার। আশাবাদী মানুষ আমি। তাই আপনার মধ্যেও আগামীর স্বপ্ন দেখি।
নতুন বছরে শুভেচ্ছা জানবেন প্রিয় মইনুল ভাই।
LikeLike
কাব্যপ্রচেষ্টা…. যেমন বলেছিলাম। এটি কবিদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য বলতে পারন, কাবুল ভাই! আপনাকে আমার বাড়িতে পেয়ে সম্মানীত বোধ করছি। কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন….
LikeLike
comment is awaiting moderation!
বিষয়টি আমার কাছে দুর্বোধ্য!
LikeLike
দুর্বোধ্য মানে যে আমি কঠিন লেখতে পারি, তা কিন্তু নয়। এর মানে হলো, কবিতাটি হয় নি। এজন্যই সাইনবোর্ড লাগিয়ে বলেছি যে, এটি কাব্যপ্রচেষ্টা। কেউ যেন আমার লেখায় কাব্য না খুঁজেন…. হাহাহাহা! আবারও কৃতজ্ঞতা জানবেন…. কাবুল ভাই!
LikeLike
আপনার কাছে দুর্বোধ্য মানেই হলো… এটি কারও কাছে বোধ্য হবে না…
এজন্যই বলছি কাব্যপ্রচেষ্টা……
ধন্যবাদ কাবুল ভাই!
LikeLike