নিরাকার কারিগরের নিঃশব্দ ডাক
দিগন্তজুড়া মাঠ আর আদিম অরণ্য
শ্বেতচূড়ার পর্বত আর উপত্যকা অনন্য
পুষ্পময় তৃণভূমি তরঙ্গময় সমুদ্র
উড্ডয়নশীল ছাতক উল্লম্ব ঝরণাধারা –
স্তম্ভিত করে থামিয়ে দেয়
দৈনন্দিন জীবনের আবেশ থেকে
নামিয়ে দেয় এক
নিমগ্ন ধ্যানের গুপ্ত গুহায়।
সৃষ্টির বিস্ময় নিরাকার কারিগরের দিকে
দৃষ্টি নিয়ে যায়
প্রকৃতির মায়াবী মোহনীয়তায় প্রকৃত গন্তব্যের
ডাক পাওয়া যায়।
কবিকে সলাম জানিয়ে গেলাম।
LikeLike
ওয়ালাইকুম সালাম, বড়ভাই! ধন্য হয়ে গেলাম আপনার আগমনে।
LikeLike